আমরা যারা ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করি,এদের সম্পর্কে কিছু বলি।
ক্লাইন্ট/ যাত্রি আমাদের কাছে টাকা দিয়ে যায় অগ্রিম ভিসা করার জন্য। আমরা ২ ধরনের ব্যবসায়ী আছি টাকা টা কেউ কাজে লাগাই অন্য জায়গায় আবার কেউ ভিসার জন্য টাকা ইনভেস্ট করে লয়ার/এজেন্টদের কাছে।আমরা JA Dream International আপনাদের দেয়া অগ্রিম টাকা নিয়ে আমাদের পরিবার চালাই না।একমাত্র ভিসা হলে অথবা প্রসেসিং ফি দিয়ে আমরা পরিবার অফিস চালাই।ম্যাক্সিমাম ক্ষেত্রে অগ্রিম টাকা ফেরতযোগ্য কিন্তু আমরা যাদের সাথেই কাজ করিনা কেন এই টাকা ফেরত পাই খুবই কম।বাংলাদেশে এই ট্রেন্ড খুব বেশি চলতেছে।যার জন্য যাত্রি/ ক্লাইন্টদের সাথে আমাদের মনমালিন্য হয় ভিসা না হলে চেষ্টা করি সঠিক সময়ে টাকা ফেরত দেয়ার।কিন্তু অধিকাংশ সময়ে আমরা টাইম মেইনটেইন করতে পারিনা।কারন,আমদের অন্য কোন খাত নেই এই এক খাত থেকেই আবার কাজ করে পাওনাদার দের পাওনা পরিশোধ করতে হয়।কিন্তু যাত্রি/ ক্লাইন্ট ভাবে আমরা ঘুরাচ্ছি টাকার জন্য।আসলে আজকে আমি যা বলেছি এটাই চরম সত্য।
যেহেতু কাজ করি ভুল হতে পারে।কেউ আমাদের কাছে টাকা পেলে আমি বলছি ১টাকা হলেও পরিশোধ করে দিব, ইনশাআল্লাহ। কিন্তু আপনি আমাকে সময় দিবেন টাকা দেয়ার জন্য নতুবা অন্য দেশে ফাইল প্রসেসিং করে দেব।আপনি সুযোগ না দিলে আমি আগাতে পারিনা।আপনাদের সহযোগিতা পেলে আমি আগাতে পারবো। দেশে বহু এজেন্সি ধ্বংসের মূল কারন অতিরিক্ত লোভ রাতারাতি অবৈধ ইনকাম করা আর মানুষের টাকা মেরে দেয়া সেই সাথে যাত্রি/ক্লাইন্টরা সহযোগিতা না করা।
আমাদের রয়েছে অল্প সময়ের মধ্যে ওয়ার্কিং ভিসা, দক্ষ কনসালটেন্ট টিম, বিশ্বস্ত লয়ার, তিনটি ধাপে পেমেন্টের সুযোগ,বাইরের দেশে থাকাকালীন যে কোন সমস্যার সমাধান,
পরিশেষে বলি কিছু কিছু গ্রুপে আপনারা প্রায় আমি সহ অনেক এজেন্সি নিয়ে বাজে মন্তব্য করেন।অন্যের দালালি করে নিজের কি লাভ বলেন।আপনি আমাকে যত নিচে নামাবেন আমি ইনশাআল্লাহ ততই উপরে উঠবো।যদি কোন ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ,
সকলে আমাদের জন্য দোয়া করবেন , সকলে ভালো থাকবেন, ঈদ মোবারক

গুরুত্বপূর্ণ বিষয়:
প্রতিটি দেশের ওয়ার্ক ভিসার প্রয়োজনীয়তা এবং প্রক্রিয়া ভিন্ন হতে পারে। তাই, যে দেশে কাজ করতে ইচ্ছুক, সেই দেশের দূতাবাসের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নেওয়া অপরিহার্য। কিছু দেশে কাজের পূর্বে ওয়ার্ক পারমিট পাওয়ার বাধ্যবাধকতা থাকে, যা সাধারণত নিয়োগকর্তা কর্তৃক প্রক্রিয়াকরণ করা হয়।
সেক্ষেত্রে https://www.facebook.com/jadreaminternational আমরা দিচ্ছি দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ। সেনজেন ও ননসেনজেন ওয়ার্ক ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে,,
আমাদের ঠিকানা: JA DREAM INTERNATIONAL Confidents Tower ,Building no-2.Lift 12/A Shajadpur, Gulshan, Dhaka-1212 Mobile no: 01804212651 01883817005
Leave a Reply